কালের খবরঃ
ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষদের কাছে থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত বাসভাড়া আদায় ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে অর্থদন্ড ও যাত্রীদের টাকা ফেরত দেয়া হয়েছে। আজ শুক্রবার (৬জুন) বিকেলে গোপালগঞ্জ পৌরসভাধীন পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে এই কার্যক্রম চালানো হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ রাসেল মুন্সী এই অভিযান পরিচালনা করেন।তিনি বলেন, চলমান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ৩ টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । এছাড়া ২টি বাসের যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় বাস কর্তৃপক্ষের নিকট থেকে অতিরিক্ত আদায় করা ২৫ হাজার টাকা ফেরত এনে তা ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জনসার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply