
কালের খবরঃ
গোপালগঞ্জে সাড়ে ৩শত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার (৫জুন) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় জেলা মডেল মসজিদের হলরুমে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এই নিয়ে জেলায় ৯৯১জনের মাঝে এসব ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ডাল ১ কেজি, ২ প্যাকেট সেমাই ও ২০০ গ্রামের ১ প্যাকেট গুড়াদুধ। জেলার পাঁচ উপজলায় মোট ৯৪১ জন ইমাম ও মুয়াজ্জিনকে প্রশাসনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবীর, ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস –উ-দুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৫ উপজেলার ৯৯১জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরনের ব্যবস্থা করেছেন প্রশাসন।
Design & Developed By: JM IT SOLUTION