
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আকত আলী খান(৭৫)নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।এর জের ধরে সেখানে বেশ কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে।তবে পুলিশ ভাংচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার কেরেছে।ঘটনাটি ঘটেছে,মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিমপাড়া গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাহাড়া পশ্চিমপাড়া গ্রামে বাদশা মাতুব্বর ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদ হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা ও গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বাদশা মাতুব্বর গ্রুপের সমর্থক আকত আলী খান গতকাল বুধবার এশার নামাজ পড়ে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের ৭/৮ জন লোক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। বাড়ী ফিরতে দেরি হওয়ায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে মারাত্মক আহত অবস্তায় খুঁজে পেয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি)মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যাতা জানিয়ে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি । লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এলাকায় পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION