কালের খবরঃ
আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে গোপালগঞ্জ জেলা সদরের পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি করা হবে। কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে প্রস্তুতি নিয়েছে গোপালগঞ্জ পৌরসভা। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের জন্য প্রস্তুত করা হয়েছে ১৩৪জন জন পরিচ্ছন্নতা কর্মী। আজ মঙ্গলবার (৩জুন) দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে গোপালগঞ্জ পৌরসভা।প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম প্রমূখ।বক্তরা পশু কোরবানী পর যত দ্রুত সম্ভব ভালোভাবে ময়লা আবর্জনা পরিস্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটানোসহ বিভিন্ন দিক নের্দেশনা মূলক পরামর্শ দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply