
কালের খবরঃ
পারিবারিক জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধের জেরে কোটালীপাড়ার নৈয়ারবাড়ি গ্রামের সেবাশ্রমের সেবাইত বুদ্ধিমন্ত সরকারকে(৭০)খুন করেছে আপন ভাতিজা। গতকাল খালের পানিতে বস্তাবন্দি অবস্থায় ওই সেবাইতের লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় গতকাল রবিবার সন্ধ্যায় নিহতের আপন ভাইপো লিংকন সরকারকে (১৮) পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। পারিবারিক সম্পত্তি ও অর্থ আর সেই সাথে তার বাবা-মাকে নানা ভাবে হয়রানি ও নির্যাতনের কারনে চাচাকে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে লিংকন। আজ সোমবার (২জুন) বিকেলে অভিযুক্ত লিংকন সরকার গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ড. মোঃ রুহুল আমিন সরকার এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন। পরে অভিযুক্ত লিংকনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ, বিগত ২৯ মে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নৈয়ারবাড়ি গ্রামের বিনয় সরকারের ছেলে লিংকন সরকার তার আপন কাকা বুদ্ধিমন্ত সরকারকে পারিবারিক জমি ও অর্থ সংক্রান্ত জেরে শ্বাসরোধ করে হত্যা করে।পরে দুই পা কেটে বস্তায় ভরে খালের পানিতে লাশ ফেলে আসে।র নিখোঁজের তিনদিন পর গতকাল রবিবার(০১জুন)পূর্ব নৈয়ারবাড়ি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় নিহত সেবাইতের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী লক্ষী সরকার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION