কালের খবরঃ
গোপালগঞ্জে আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদনের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ ও প্রশিক্ষিত কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট( ব্রি)।আজ সোমবার (২জুন) শহরের ঘোনাপাড়ায় ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় চত্বরে পার্টনার প্রকল্পের (ব্রি-অঙ্গ) অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. আমিনা খাতুন।
ওই কার্যালয়ের বৈজ্ঞানিক সহকারী আব্দুল মোমিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ব্রি, আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ রুমেল বিশ্বাস, ড. মোঃ হুমায়ুন কবির বক্তিয়ার, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজকুমার রায় সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, সদর ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ২শ’ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।পরে বিনামূল্যে প্রশিক্ষিত ২শ’ কৃষক ও কৃষাণীর মধ্যে ১০ কেজি করে মোট ২ হাজার কেজি উচ্চফলনশীল ব্রি ধান ১০৩ জাতের প্রত্যায়িত বীজধান বিতরণ করা হয়।
ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. আমিনা খাতুন বলেন, ধানের উৎপাদন বৃদ্ধি এবং বীজধান সংরক্ষণের উদ্দেশ্যে এ কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে আধুনিক পদ্ধতিতে ধানের উৎপাদন নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের বীজধানে স্বয়ংসম্পূর্ন করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে অমন মৌসুমের চাষাবাদের জন্য প্রশিক্ষিত চাষীদের মধ্যে উচ্চফলনশীল ২ হাজার কেজি ব্রি ধান ১০৩ জাতের ধানবীজ বিতরণ করা হয়েছে। এ ধানের চাষাবাদ করে তারা একদিকে যেমন ধানের উৎপাদন বৃদ্ধি করবেন, অন্যদিকে বীজধান সংরক্ষণ করে লাভবান হবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply