কালের খবরঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ বিভাগ যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”-এ প্রতিবাদে আজ রবিবার(১জুন) সকালে জেলা প্রশাসক কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানব দেহের জন্য দুধের গুরত্ব তুলে ধরে বক্তারা বলেন, ২০০১ সাল থেকে প্রতি বছর ১ জুন দিবসটি পালিত হয়ে আসছে। দুগ্ধ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবেও খামারিরা লাভবান হবেন। মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলকের প্রতি আহবান জানান তারা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply