কালের খবরঃ
ছেলে মেয়েরা বয়স ক্লাস ফাইভের উপর গেলে তাদের ছাত্র শিবির ও ছাত্রী সংস্থায় ভর্তি করার আহবান জানিয়েন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওঃ রফিকুল ইসলাম খান।তিনি বলেন, ইসলামী ছাত্র শিবির ও ইসালামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র ছাত্রীর জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা।আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার এই ছেলে নেশাখোর হবেনা। আপনার ছেলে যদি শিবির করে তাহলে নিশ্চিত হবে পারেন অন্যের মেয়ের ওড়না টেনে ধরবে না। আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন শিবির করার কারনে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবেনা। এতোগুলো নিশ্চিয়তা যার, যে সংগঠনের মাধ্যমে আপনার ছেলে পাবে, বাবা মা পাবে সেই সংগঠন থাকার পরে আমরা বা আপনাদের মত লোকেরা যতি এই আন্দোলনে বাচ্চাদের না দেই তাহলে আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই না। সূতরাং যাদের ছেলের বয়স ক্লাস ফাইভের উপর হয়েছে তাদের শিবিরে দিবেন। আর যাদের মেয়ের বয়স ফাইভের উপর হয়েছে তাদের ছাত্রী সংস্থায় দিবেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথঅ বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামায়াত রাজা হবেনা।জনগনকে প্রজা বানাবে না। আমরা হবো-দেশের মানুষের সেবক। আমরা শাসক হবো না। আমরা সেবক হবো। আমরা এই প্রতিশ্রতি দিতে পারি। তিনি বলেন, জামায়াত যদি দেশ পরিচলনার সুযোগ পায় বাংলাদেশে কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ থাকবেনা। জামায়াতে কোন সন্ত্রাস,নৈরাজ্য ও দুর্নীতি থাকবেনা।
আজ শনিবার(৩১ মে)গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার আমির মাওঃ বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাড. আজমল হোসেন সরদার প্রমূখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply