কালের খবরঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এসব কর্মসূচীর আয়োজন করে।আজ শনিবার (৩১মে) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কায়্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় পুলিশ সুপার মিজানুর রহমানসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় তামাকের কুপ্রভাব তুলে ধরে বক্তারা বলেন, গোপালগঞ্জে তামাক চাষে প্রবণতা কমিয়ে আনা হচ্ছে। কিন্তু সিগারেট কোম্পানীর অার্থিক প্ররোচনার কারনে তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। তাই তামাক চাষ বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply