টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই প্রথম ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তোগীর, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।
এতে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার মোট ছয়টি দল অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। তাই উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার যুবকেরা মাঠে থাকলে কোন আসক্তি তাদের ছুঁতে পারবে না। আশা করি সামনের বছর আরও বড়ো করে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply