টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বিল থেকে ৫ হাজার ৫শ’ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে প্রশাসন।আজ সোমবার (২৬মে) বিকেলে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী জাল টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সরকারি কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর প্রমুখ উপস্থিত ছিলেন।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মোঃ মঈনুল হক।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply