টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ।গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মোট ২৭টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২মে) রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আজ শুক্রবার ( ২৩মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে তাহিন শেখ (২৬) । এর বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে।অপর গ্রেপ্তার একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে হামিম শেখ (২৩)। এর বিরুদ্ধেও একই অভিযোগে ১২টি মামলা রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম জানান, গোপন সংবাদ ছিল বৃহস্পতিবার রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে অপহরণসহ বিভিন্ন মামলার আসামী তাহিন শেখ ও হামিম শেখ। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের নামে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত তাহিন শেখের নামে ১৫টি ও হামিম শেখের নামে ১২টি মামলা রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply