কালের খবরঃ
গোপালগঞ্জ শহরের পৌরসভার পাঁচুড়িয়া এলাকায় সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড জায়গায় এসব স্থাপনা গড়ে উঠেছিল। আজ বৃহস্পতিবার ( ২মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় রাস্তার উভয় পাশের অন্ততঃ ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল সহ সড়ক বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এই সড়কটি প্রশস্থ করনের কাজ চললেও দীর্ঘদিন অবৈধ দখলদারদের কারনে কাজ প্রায় বন্ধ হয়ে ছিল। অবৈধ দখল মুক্ত করার পর কাজটি গতি পাবে এবং জনগনের ভোগান্তি কমবে বলে মনে করছেন প্রশাসন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply