
কালের খবরঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যাকান্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতকর্মীরা।আজ বুধবার (২১ মে) রাত সোয়া ৮টার দিকে শহরের বড় বাজারের জেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে আরো বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
                                Design & Developed By: JM IT SOLUTION