কালের খবরঃ
গোপালগঞ্জ কারাগারের ডাকাতি মামলার হাজতি মোঃ রতন মোল্লার (৪৫)মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১মে) দুপুরে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত রতন মোল্লা পাবনা জেলার বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের মোঃ মোজিদ মোল্লার ছেলে।সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি ডাকাতি মামলার আসামী ছিলো।
গোপালগঞ্জ কারাগারের জেলার তানিয়া জামান বলেন, হাজতি রতন মোল্লাকে গোপালগঞ্জ আদালতে হাজির করতে নাটোর কারাগার থেকে গত সোমবার (১৯মে) গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়।ওই দিন সে অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে কারাগারে নিয়ে আসা হয়।পরে আজ বুধবার(২১মে) দুপুরে পুনরায় অসুস্থ হলে তাকে দুপুর পৌনে ২টায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর দুপুর ২টা ১মিনিটে তার মৃত্যু হয়।
এ ব্যপারে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী সাংবাদিকদের বলেন, মোঃ রতন মোল্লা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে জেল পুলিশ। রোগী হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply