কালের খবরঃ
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় সাজেদা বেগম (৫০)নামে এক নারী নিহত হয়েছে।আজ বুধবার (২১মে) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মুল গেটের সামেনে একটি ট্রলির ধাক্কায় সে মারাত্মক আহত হয়।
নিহত সাজেদা বেগম নড়াইল জেলার নড়াগাতি উপজেলার ডুমুরিয়া গ্রামের মোঃ আনিস মিয়ার স্ত্রী। তিনি শহরের শান্তিবাগ এলাকায় ভাড়া থেকে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করতেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মির মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply