কালের খবরঃ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রবিন্দ্রনাথ সরকার (৬০) নামে এক কাঠমিস্ত্রী মোটরসাইকেল আরোহী নিহত এবং সঞ্জীব বিশ্বাস মিল্টু নামে মোটরসাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। নিহত রবিন্দ্রনাথ সরকার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর গ্রামের সুনীল সরকারের ছেলে। আর আহত মিল্টু বিশ্বাস গোপালগঞ্জ জেলা শহরের পাওয়ার হাউজ রোডের বাসিন্দা । এঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ মঙ্গলবার (২০মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।মারাত্মক আহত সঞ্জীব বিশ্বাসকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন জানান, খুলনা থেকে বরিশালগামী নয়ন পরিবহনের একটি বাস সাতপাড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এর পিছনেই দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া টেকেরহাটগামী একটি লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে সামনের বাসে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী রবি বিশ্বাস ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ঠ হয় নিহত হয়। আহত হয় সঞ্জীব বিশ্বাস নামের মোটরসাইকেল চালক।
এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন বলেন,আগুন দেয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর দুর্ঘটনা কি ভাবে ঘটেছে সে বিষয়ে তদন্ত করে তারও ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply