মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গায় গড়ে উঠা ৩১ টি দোকানসহ ১টি শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ সোমবার (১৯ মে) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গায় দীর্ঘদিন যাবত স্থানীয়রা প্রভাব খাটিয়ে জায়গা দখল করে পাকা স্থাপনাসহ বিভিন্ন ধরনের দোকান তুলে ব্যাবসা বাণিজ্য করে আসছিল। পানি উন্নয়ন বোর্ড তাদের জমি দখলমুক্ত করতে অনেক বার তাদের নোটিশ দিলেও দখলদাররা গড়িমসি করে আসছিল। এ কারণে জেলা প্রশাসন কর্তৃক আজ সোমবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সি। এসময় অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, গোপালগঞ্জ সদর শাখার উপ সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে, ৩১ টি দোকান ঘর এবং শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব ভেঙে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply