কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিরোধীয় জমিতে মাছের ঘের কাটাকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের সংঘর্ষে অন্দঃত ১০ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকাল সথেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, বর্ষাপাড়া গ্রামের মোকছেদ ফকিরের সাথে একই বংশের ইব্রাহীম ফকিরের দীর্ঘদিন ধরে বংশীয় প্রভাব বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে আজ শুক্রবার সকালে ইব্রাহীম ফকিরের লোকজন বর্ষাপাড়ার বিলে মাছের ঘের কাটতে গেলে মোকছেদ ফকিরের লোকজন তাতে বাঁধাদেয়।
এই বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় দেশীয় অস্ত্র (ঢাল সড়কি) আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply