কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। মারাত্মক আহত ১৮জনকে গোপালগঞ্জ আড়াই শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।আজ বৃহস্পতিবার (১৫মে) রাত পৌনে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিলটন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় আড়াই ঘন্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন, মাদীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর মোল্লাবাড়ি গ্রামের জাহিদ মেল্লার ছেলে শামীম মোল্লা(২৫), খুলনার ডুমুরিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাব্বি হাসান(১৮) ও উত্তর বালিয়াশান্তা গ্রামের নিরাপদ সরকারের ছেলে মানস সরকার(৪০)। শুক্রবার (১৬মে) সকালে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মচড়ে সড়কের উপর আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই ট্রাকের চালক শামীম মোল্লা, বাসের সুপার ভাইজার রাব্বি হাসান ঘটনাস্থলে নিহত হয়। অপর মানস সরকার চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যায়। আহত ২৮জনের মধ্যে ২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply