কালের খবরঃ
গোপালগঞ্জে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভুমিকা” শীর্ষক গোপালগঞ্জ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ মে) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি মিল্টন বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোৎছনা বেগম প্রমূখ।
বক্তারা নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের মা-বাবার ন্যায় নৈতিক শিক্ষা প্রদানে আরও মনোযোগী হওয়ার আহবান জানান।
কর্মশালায় জেলার পাঁচ উপজেলায় ৬ হাজার ৯৯৯ জন শিশু শিক্ষার্থীদের পাঠদানকারী ২৩৩ টি মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের কর্মকর্তাগন, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply