কালের খবরঃ
গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
আজ রবিবার (১১মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম তারেক সুলতান সহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জেলায় বর্তমানে চলমান নানা উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা ও তাঁর নেয়া বিভিন্ন পদক্ষেপ সাংবাদিকদেরকে ব্রিফ করেন এবং জেলার উন্নয়ন কাজে সর্বাত্বক সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় প্রায় অর্ধশত সংবাদকর্মি এই মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের নানা বক্তব্য তুলে ধরেন। জেলা প্রশাসক সেসব শোনেন এবং বাস্তবায়নের বিষয়ে তাঁর সদিচ্ছার কথা তুলে ধরেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply