কালের খবরঃ
জাতীয় সরকার গঠনের দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় জেলা শহরের বিসিক ব্রীজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল কের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ করে। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে জেলা গণ আধিকার পরিষদ সভাপতি মোঃ আল আমিন সরদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা বক্তব্য রাখেন।
সমাবেশে অন্তরবর্তী সরকারকের উপর বিরুপ মন্তব্য করে বক্তারা বলেন, বর্তমান অন্তরবর্তী সরকার এনজিও মার্কা সরকার। এই এনজিও মার্কা উপদেষ্টা দিয়ে কিছুই হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক রাষ্টপতি আব্দুল হামিদ উপদেষ্টাদের সহায়তায় দেশ ছেড়ে পালিয়েছে। দেশ আবার সংকটের মুখে দাঁড়িয়েছে। এ সংকট কাটাতে হলে জাতীয় সরকার গঠন করতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply