কালের খবরঃ
২ দফা দাবীতে গোপালগঞ্জে অবস্থান ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের মূল গেটের সামনে জড়ো হন কর্মচারীরা। পরে সেখানে সকল কাজ বন্ধ রেখে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। বেলা সাড়ে ১১টা পযর্ন্ত চলে এ অবস্থান কর্মসূচী।
মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেলা ও দায়রা জজ আদালতের নাজির খন্দকার, আবু সাঈদ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, চাকরি শুরু থেকেই জুডিসিয়ালি কাজ করে আসছি। অথচ নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন থেকে বিচার বিভাগের অধীনে নিয়োগ দেয়া হোক। চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত একই পদে চাকরি করে যাচ্ছি, কেন এই বৈষম্য। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হোক।
দুই দফা দাবী হলো, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগনকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। অপর দাবীটি হলো, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply