
কালের খবরঃ
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গোপালগঞ্জে প্রায় ২ মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম মাহমুদ হাসান মিলনের নেতৃত্বে জেলা শহরের পাবলিক হল মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ওই সড়ক দিয়ে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয। পরে সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীদের শ্লোগানে ছিলো, “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” শেখ হাসিনা বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে” “শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই।
এসময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম মাহমুদ হাসান মিলন বলেন, ৫ আগস্টের পর জাতির পিতার কবর ছুঁয়ে শপথ করেছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে স্বসম্মানে ফিরিয়ে না আনা পযর্ন্ত আমাদের সংগ্রাম চলবে। মাথায় কাফনের কাপড় পড়ে মৃত্যু মুখে নিয়ে রাজপথে নেমেছি। এই মুজিবের সৈনিকদের এক ফোটা রক্ত থেকে লাখো মুজিবের জন্ম হবে।
                                Design & Developed By: JM IT SOLUTION