
কালের খবরঃ
গোপালগঞ্জে নয়জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ । গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এসব উপকরণ বিতরণ করে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কায্যালয় চত্ত্বরে প্রতিবন্ধীর মাঝে প্রধান অতিথি হিসাবে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসানন্টেট ডা. মো. আনিসুজ্জামান, নির্বাহী ম্যজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, মোঃ সেবগাতুল্যাহসহ সরকারী কর্মকর্তা ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসানন্টেট ডা. মো. আনিসুজ্জামান বলেন, নিয়মিত কায্যক্রমের অংশ হিসাবে প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪টি করে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল এবং ১টি ওয়াকার রয়েচে। আগামীতেও এ ধারা অব্যাহত রেখে বিতরন করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION