
কালের খবরঃ
`স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি টেকসই সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে আজ বুধবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র্যালীটি শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন- অর – রশীদের সঞ্চালনায় ও প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ গোলাম কবির , গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ, ডঃ দিবাকর বিশ্বাস ও ডা. আবুল কালাম আজাদ ।
পরে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার,সুবর্ণ নাগরিকদের সনদপত্র ও প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন ।
Design & Developed By: JM IT SOLUTION