
কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শিমুল হাচানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার (২০ এপ্রিল) উপজেলার ঘাঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরের দিন সোমবার (২১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ঘাঘর বাজার এলাকায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শিমুল হাচান অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
                                Design & Developed By: JM IT SOLUTION