কালের খবরঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি-র) ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাঈদুর রহমানের উপর সন্ত্রাসী হামলা অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে মামলা করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালগঞ্জ সদর থানায় হামলার শিকার আহত জসিম উদ্দিন বাদী হয়ে মামলটি দায়ের করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মির সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে, শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তাদেরকে চাঁদাবাজ উল্লেখ করে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে আহত করে বলে মামলায় উল্লেখ করেছেন।আজ শনিবার আহতদের মধ্যে একজন জসিম উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৭।তিনি আরো বলেন এ সংক্রান্ত একটি সিসি টিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজ যাচাই বাছাই করে দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply