কালের খবরঃ
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার ( ১৬ এপ্রিল)দুপুর থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
আভিযানিক দলটি প্রথমে সেবপ্রত্যাশী হয়ে গোপনে খোঁজ খবর নেন এবং পরবর্তীতে তদন্ত করে দেখেন ওই অফিসের অফিস সহকারী আবুল খায়ের, মোহরার শিখা রানী মন্ডল ও মেশকাতুর রহমানের বিরুদ্ধে নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ আদায়, টিকিটের রশিদ বাবদ অতিরিক্ত অর্থ আদায়, জমির দলিল রেজিস্ট্রিতে অতিরিক্তি অর্থ আদায় সহ জমি দাতা ও গ্রহিতার কাছ থেকে অতিরিক্ত ফি নেয়ার প্রমান মিলে। এব্যাপারে তাদের জিজ্ঞাসা করা হলে অভিযুক্তদের পক্ষ থেকে কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাব-রেজিষ্টারকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ দাবী, ৫২(খ) ধারা রশিদ বহি (টিকিট বহি)-এ অতিরিক্ত অর্থ আদায় ও দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ দাবীসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদুক কর্মকর্তারা।এ অভিযান পরিচালনাকালে দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক(এডি) সোহরাব হোসেন সোহেল ও উপ সহকারী পরিচালক (ডিএডি) আফসার উদ্দিন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply