কালের খবরঃ
পিঠে লোহার বড়শি ফুঁড়ে চড়ক পূজার চরকীতে ঘুরছিল ৪ যুবক। ঘোরার এক পর্যায়ে চরকী ভেঙ্গে পড়ে যায় তারা। এ ঘটনায় চার দর্শক আহত হয়। মারাত্মক আহত বিষ্ণু মৃধাকে (৪৩) গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। আজ সোমবার ( ১৪ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বাকী আহত ৩জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত স্বজনদের সূত্রে জানাগেছে,আজ সোমবার বিকেলে নববর্ষ পালন উপলক্ষ্যে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। পূজার পর আয়োজন করা হয় চড়ক ঘুল্লী। বিকেল থেকে শুরু হওয়া ঘুল্লী। সন্ধ্যার ঠিক আগ মূহুর্তে ঘুল্লী চরকীটি ভেঙ্গে দর্শকদের ভিড়ের মধ্যে ছিটকে পড়ে। এতে ৪জন আহত হয়। এসময় চরকীতে থাকা ৪ ব্যক্তির পিঠে বড়শি ফোঁড়ানো ছিল। তারাও সামন্য আঘাত পেয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply