
কালের খবরঃ
ব্যাপক পুলিশ পাহারায় গোপালগঞ্জে “মার্চ ফর গাজা” কর্মসূচীর অংশ হিসাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ রবিবার(১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। সেখানে হাতে হাত ধরে বিভিন্ন শ্লোগান দেয়।পরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসব কর্মসূচীতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃস্টি যাতে না হয়। বা কোন ধ্বংসাত্মক ঘটনা না ঘটে সেজন্য ব্যাপক আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।মানববন্ধন চলাকালে আব্দুর রহিম ইমাম, আজিজুর রহমান শান্ত প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবী জানান।
Design & Developed By: JM IT SOLUTION