
কালের খবরঃ
গোপালগঞ্জে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তামিম মোল্যা (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫জন।
গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভেড়ারবাজারে এ দূর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত তামিম মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে।মারাত্মক আহত অটোচালক রিপন মোল্লা (৪৫), নরেশ বিশ্বাস (২৫), জিল্লুর রহমান (৬৫), সুজয় ভৌমিক (২০) ও বিজয় ভৌমিককে (২০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মির মো. সাজেদুর রহমান জানান, ৫ যাত্রী নিয়ে একটি ইজিবাইক উলপুরের দিকে যাচ্ছিলো। এসময় ইজিবাইকটি ঘটনাস্থলে পৌঁছালে টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ৬ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে তামিমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তামিম কাশিয়ানী পৌছালে মারা যায়। বাকী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION