
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার পশ্চিম পাশের কচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বাজারের পশ্চিম পাশে আজ শনিবার সকালে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া থানায় নিয়ে আসে। পরে ময়নাতন্তের জন্য লাশ গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ রির্পোট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানাযায়নি।এ ব্যপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে আইনানুগ লাশ দাফন ও ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION