
কালের খবরঃ
ফিলিস্তিনীদের উপর ইসরাইলের আগ্রাসন ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় ইসরাইল ও ট্রাম্প এবং ভারত বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত ছিল।
বিশ্বব্যাপী স্ট্যাইক কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১টায় গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থী এবং ইন্টার্ন ডাক্তারা। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও সরকারী বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের উপর মানববন্ধন কর্মসূচী পালন করে।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা আলাদা আলাদাভাবে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে। সমাবেশে ইসরাইল আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং প্যালেস্টাইনের মুক্তির পক্ষে বক্তব্য দেন। পরে ফিলিস্তিনি জনগণের জন্য মোনাজাত করা হয় এবং ইসরাইল ও আমেরিকান পতাকায় আগুন দিয়ে পোড়ানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION