কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেলা পরিষদের অর্থায়ণে রাজাপুর-রামশীল খেয়াখাটের বরাদ্দকৃত ঘাটলা ইউপি সদস্যের বাড়িতে করা হয়েছে। এ দূর্নীতির ঘটনার অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ।আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে পয়সারহাট-পীড়ারবাড়ি সড়কের রাজাপুরে অবস্থান নেয় স্থানীয়রা।পরে সেখানে তারা এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।এসময় ত্রিমুখী বাজার কমিটির সভাপতি কেশব তালুকদার, রামশীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদাররসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রামশীল-রাজাপুর খেয়াঘাটে একটি ঘাটলা নির্মাণের।এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে একটি ঘাটলার বরাদ্ধ হয়। কিন্তু ৯ নং ওয়ার্ডের মেম্বার অবনী রায় প্রকল্পের সভাপতি হয়ে খেয়াঘাটে ঘাটলা নির্মাণ না করে তার নিজ বাড়ির ঘাটে ঘাটলাটি নির্মাণ করেছেন। এছাড়াও তিনি মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা দেওয়ার জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে দুর্নীতি কর্মকান্ড করেছেন। দ্রুত এই ইউপি সদস্যের পদত্যাগের দাবী জানান তারা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply