
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘মাদককে না বলি,কন্যা শিশুকে যত্নে রাখি’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ এপ্রিল) বিকেলে গোপালপুর করিমুন্নেসা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিভার্সাল সান সোসাইটি বাংলাদেশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সংগঠনটির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালপুর ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা কবিরুল ইসলাম, জেলা ও দায়েরা জজ আলী মাসুদ সেখ, কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ, অধ্যক্ষ এস এম আনোয়ার হোসেন, সাংবাদিক মিজানুর রহমান বুলু,বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে মাদক প্রতিরোধে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।বক্তারা মাদকের বিভিন্ন খারাপ দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন এবং সকলকে কন্যা শিশুদের প্রতি যত্নবান হবার জন্য তাগিদদেন।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক কালের কন্ঠের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুসহ বিভিন্ন গুনিজনকে সংবর্ধনা প্রদান করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION