
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই মিজানুর রহমান বলেন, সকাল ৯টার দিকে স্থানীয়রা ঢাকা- খুলনা মহাসড়কের পাশে মারাত্মক আহত অবস্থায় এই বৃদ্ধকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।আমরা ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিই। সেখানের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য আহতকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এই হাসপাতালে কিছু সময় চিকিৎসা দেয়া অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে সকালের কোন এক সময় এই বৃদ্ধকে গাড়ীতে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে।তবে এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
Design & Developed By: JM IT SOLUTION