
কালের খবরঃ
গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল করিম মুন্সি (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল করিম মুন্সি সদর উপজেলার সুলতালশাহি গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং ঢাকার মীরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্র।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস-এর লিডার নাজমুল ইসলাম ও নিহত শিক্ষার্থীর বাবা হাফিজুর মুন্সী জানান, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে আব্দুল করিম মুন্সি। আজ মঙ্গরবার বেলা দেড়টার দিকে তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় নৌকায় করে মধুমতি নদীতে ৪ বন্ধু জাল দিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে জাল পায়ে জড়িয়ে করিম মুন্সী নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা মধুমতি নদীতে খোঁজ করেও সন্ধান পায় নি তার। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে প্রায় ৪ঘন্টা তল্লাশী চালিয়ে নিখোঁজের ছাত্রের মরদেহ মধুমতি নদী থেকে উদ্ধার করে ।
এ ব্যাপারে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর লিডার নাজমুল ইসলাম জানান, মধুমতি নদীতে কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে এমন খবর পেযে আমরা ঘটনাস্থলে যাই। পরে খবর দেয়া হয় মাদরীপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে। ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ কলেজ ছাত্র আব্দুল করিম মুন্সির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। #
Design & Developed By: JM IT SOLUTION