কালের খবরঃ
গোপালগঞ্জ কারাগারের সামনে টিফিন ক্যারিয়ার বা প্লাস্টিক বক্স ভর্তি রান্নাকরা সেমাই, মাংস, পোলাও সহ বিভিন্ন ধরনের খাবার নিয়ে অপেক্ষারত শত শত কারাবন্দির স্বজনরা। জেলা বা জেলার আশপাশ এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছেন কারাবন্দিদের স্বজনরা। প্রিয়জনকে একপলক দেখতে এবং ঈদের খাবার খাওয়াতে আসেন। আজ মঙ্গলবার ( ১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে কারাবন্দিদের খাবার দেয়া ও একনজর দেখা।
গোপালগঞ্জ জেলা কারাগারের সুপার মোঃ মোক্কামেল হোসেন বলেন, ঈদের পরের দিন কারাবন্দিতের বাড়ি খাবার খেতে দেয়ার প্রভিশন আছে। সেই হিসেবে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কারাবন্দিদের স্বজনেরা খাবার হাতে কারাগারের সামনে হাজির হয়।
বর্তমানে গোপালগঞ্জ জেলা কারাগারে ৫৮১জন হাজতী রয়েছে। এর মধ্যে অন্তঃত চারশ জনের খাবার এসেছে। আর সাথে ছেলে মেয়ে , স্ত্রী, মা বাবাসহ প্রায় ১হাজার মানুষ আজ কারাগারে এসে প্রিয়জনের সাথে দেখা করেছেন। এই দর্শন চলে বিকাল ৪টা পর্যন্ত।
খাবার দিতে আসা বেশ কয়েকজন কারাবন্দীর স্বজনদের সাথে কথা হয়। তারা নাম প্রকাশ না করার সর্তে বলেন, ঈদের দিন কারাবন্দী স্বজনদের সাথে দেখা করার সুযোগ সুবিধা পাইনি। আজ ঈদের পরের দিন আমরা খাবার নিয়ে দেখতে এসেছি।ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি এবং ঈদের দিনে রান্না করা খাবারও দিয়েছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply