কালের খবরঃ
গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের দিন সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।এ ঈদগাহে পুরুষের পাশাপাশি নারীদেরও ঈদের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে।ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।এছাড়া, দ্বিতীয় জামাত সকাল ৮টা ২০ মিনিটে শহরের থানাপাড়া জামে মসজিদে এবং ৩য় জামাত সকাল ৮টা ৪০ মিনিটে এস,কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, আবহাওয়া প্রতিকুলে থাকলে প্রধান জামাত সকাল ৮টায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার অন্যান্য মসজিদ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।জামাত সফল ভাবে সম্পন্ন করতে ঈদগা ময়দানগুলো প্রস্তুত করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply