
কালের খবরঃ
নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।আজ বুধবার সকালে সকল সরকারী, আধা সরকারী,স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন,সূর্যোদয়ের সাথে সাথে শহিদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনি, পরে সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১-এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পন করে শহিদদের প্রতি সম্মান জানানো হয়।

পরে সকাল ৯টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন।এসময় তার সাথে ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান।বিকাল ৩টায় প্রিতি ফুটবল খেলাসহ দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION