
কালের খবরঃ
আজ ২৫ মার্চ গনহত্যা দিবস।দিবসটি পালন উপলক্ষে গোপালগঞ্জে নানা কর্মসূচী গ্রহন করা হয়।এদিন সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১-এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পরে সেখানে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম, রকিবুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।এছাড়া এদিন শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলাব্যাপী বিভিন্ন উপসনালয়ে দোয়া-মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।এ ছাড়া রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ পর্যন্ত এক মিনিট প্রতীকী ব্লাক আউট পালন করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION