Update Time :
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১২.৩২ পিএম
১৯৬
Time View
কোটালীপাড়া প্রতিনিধিঃ
দেশজুড়ে আলোচিত ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত মশিউর রহমান খান বাবু (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল রাজধানী ঢাকার আফতাব নগর থেকে তাকে গ্রেপ্তার করেন।গ্রেফতারকৃত মশিউর রহমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক।ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এরমধ্যে কোটালীপাড়া থানায় ২০ টি মামলার গ্রেপ্তারী পরোয়ানা এসেছে। এই গ্রেপ্তারি পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।তিনি আরো বলেন, মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এনেছেনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র্যাব প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে আবার প্রতারণা শুরু করেন বলে পুলিশ জানিয়েছে।