কালের খবরঃ
জামায়াত ইসলামীর ফরিদপুর অঞ্চল টিমের সদস্য ও গোপালগঞ্জ জেলঅ জামায়াতের সাবেক সভাপতি এ্যাডভোকেট আজমল হোসেন সরদার বলেছেন, আমরা নেতাকর্মীরা টাকা উঠিয়ে উপরের দিকে পাঠাই। আর অন্য দলের টাকা নিচের দিকে আসে। এজন্য জামায়াত অন্যসব দলের থেকে ধনী দল। ব্যক্তিভাবে আমরা গরীব হতে পারি কিন্তু আমার দল সবচাইতে ধনী দল।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর পৌর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদরাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, আমরা লাখ লাখ লোক ডোনেশন দেই প্রতি মাসে। প্রত্যেকের আয়ের ৫ ভাগ ফান্ডে জমা দেই। আমাদের সমস্ত কর্মী, জনশক্তি ও সংগঠনকে আমরা প্রতিমাসে একবার করে অর্থ দান করে থাকি।
একই অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আল মাসুদ খান বলেন, হেদায়েতের পুস্তক হচ্ছে আল-কোরআন। আমরা আজকে এই আল-কোরআনকে হেদায়েতের পুস্তক হিসাবে গ্রহন করতে পারিনি। ইসলামের বিধিবিধান না থাকায় দেশে ধর্ষণ, খুন, গুম, রাহাজানি যেভাবে হচ্ছে অনেক দেশে এরকম হয়নি। আওয়ামী লীগকে উপমহাদেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল বলা হলেও আওয়ামী লীগের থেকে ৬ বছর আগে ১৯৪১ সাল থেকে কার্যক্রম শুরু করে জামায়াত ইসলামী।
গোপালগঞ্জ সদর পৌরসভা শাখার আমীর মাওলানা ইনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়েএস কে আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবু সাঈদ আব্দুল্লাহ, টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যাপক লিয়াকত আলী, জেলা জামায়াতের অর্থ সম্পাদক ফজলুল হক, শ্রমিক কল্যান সভাপতি সমশের আলী মোল্যা,সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা মহিবুল্লাহ, ৬ নং ওয়ার্ড সভাপতি ডাঃ মুঞ্জুরুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জামায়তের পাঁচ শতাধিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply