
কালের খবরঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, গত কয়েকদিন আগে মাগুরায় আছিয়া নামের এক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বাংলাদেশর বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। সুষ্পস্ট কথা যতদিন পযর্ন্ত মানব সৃষ্টি তন্ত্র-মন্ত্র থাকবে, ততদিন পযর্ন্ত অন্যায় থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোন মতাদর্শ, মতবাদের মাধ্যমে বাংলাদেশে শান্তি আসে নাই, আসবে না, আর আসার সম্ভাবনাও নেই।
আজ রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট গোলচত্ত্বর এলাকায় গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজন অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনার জন্য, অপনার পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য ইসলাম অপরিহায্য সংবিধান।একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার বলেন, রাজনীতিকে আমরা মনে করি ইনকামের একটি সোর্স। কিন্তু রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। মানুষ ও দেশ কিসে ভালো থাকবে, নিরাপদ থাকবে সেজন্য রাজনীতি করা। কিন্তু আমরা দেখতে পারছি আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলের নেতারা মানুষকে নিরাপত্তা দেয়া তো দুরের কথা গুম, খুন কিভাবে করতে হয় সেটা তারা ভালো করে জানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। বতর্মানে ধর্ষনের একটা সেঞ্চুরী চলছে। এই ধর্ষণের সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ড করার দাবী জানাই।ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলার শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ নেন।
                                Design & Developed By: JM IT SOLUTION