কালের খবরঃ
আসিয়া সহ দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল গোপালগঞ্জ জেলা শাখা।আজ মঙ্গলবার ( ১১ মার্চ) সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না ও সাধারণ সম্পাদক নাসিমা খানম সহ শতাধিক নারী নেত্রী ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে। মানবন্ধনচলাকালে বক্তারা, আসিয়া সহ দেশব্যাপী যেসব ধর্ষণ হয়েছে, দ্রুততম সময়ে তার বিচারসহ ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার দাবী জানান। এছাড়া দেশের আইনশৃংখলা পরিস্থতির উন্নতি করতে সরকারের প্রতি জোর দাবী জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply