টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার(১১ মার্চ)আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা। গত সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে লিংকন। পুলিশ পেছনে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, গ্রেপ্তারকৃত লিংকন মোল্লাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply