টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রান ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (১০ মার্চ) বেলা ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, থানার ওসি মো. খোরশেদ আলম, পৌরসভার সচিব জহির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এহসানুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply