
কালের খবরঃ
আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
“দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যে আজ সোমবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসক কায্যালয়ের সামনে সুশাসন চত্ত্বরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

পরে জেলা প্রশাসক কায্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীরসহ গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও রেডক্রিসেন্ট সদস্যরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION